পিএসজি বায়ার্নের মহাযুদ্ধ সরাসরি দেখবেন যেভাবে
ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় লড়াই উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল শুরু হয়েছে। রবিবার ( ২ আগস্ট) দিবাগত রাতে মাঠে নেমেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও ফরাসী ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয়েছে।
প্রথমবার এ টুর্নামেন্টে উঠার স্বাদ পেয়েছে পিএসজি। অন্যদিকে ১১তম ফাইনাল খেলেছে বায়ার্ন। অভিজ্ঞতায় বায়ার্ন এগিয়ে থাকলেও তারকায় ঠাসা পিএসজি রয়েছে দুর্দান্ত ফর্মে। ফলে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
শিরোপার লড়াইয়ে পিএসজির মূল ভরসা কিলিয়ান এমবাপে ও নেইমার জুনিয়র। এ দুই তারকা সাম্প্রতিক সময়ে খেলছেনও দুর্দান্ত। অন্যদিকে, ব্রাজিলিয়ান তারকার অতীত ইতিহাসও ভরসা যোগাচ্ছে পিএসজি ফ্যানদের মনে। বড় আসরের ফাইনালে এখন পর্যন্ত অপরাজেয় নেইমার। এবারের শিরপোজয়ী কারা হচ্ছে তা দেখতে ফুটবলপ্রেমীদের উপভোগ করতে হবে ৯০ মিনিটের জমজমাট লড়াই।
বায়ার্ন ও পিএসজির এ মহাযুদ্ধ দেখতে সনি টিভির অফিসিয়াল ওয়েবসাইট https://www.sonyliv.com/ এ ক্লিক করুন। এরপর আপনার ফোন নম্বর অথবা ইমেইল অথবা ফেসবুক আইডি দিয়ে লগইন করে উপভোগ করুন ম্যাচটি।