বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে কেউ অনিয়ম করলে ছাড় দেয়া হবে নাঃ ত্রাণ প্রতিমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, দেশে নতুন করে যেসব জেলায় বন্যা হয়েছে সেখানে বন্যার্তদের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনা খাবার বিতরণ অব্যাহত রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বন্যার পানি কমতে শুরু করেছে। দু’একদিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে কেউ অনিয়ম ও দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না।
রোববার (০৪ অক্টোবর) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, আজ থেকে বন্যার্ত কিছু এলাকার পানি কমতে শুরু করেছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে।
তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে সরকার। প্রতিনিয়ত তাদের সাহায্য করে যাচ্ছি আমরা। সব ধরনের প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণসহ বিভিন্ন সহায়তা করে যাচ্ছে সরকার।
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পৌর মেয়র আব্দুল গণি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্ল্যা।
এতে আরও উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী ও সাভার মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম।