সারাদেশে সেনা ও নৌবাহিনীর ত্রাণ বিতরণ
করোনা ভাইরাস প্রতিরোধে গত ২০ দিন ধরে সারাদেশে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে সেনা ও নৌবাহিনী। বেসামরিক প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম ও ত্রাণসামগ্রী বিতরণ করছে তারা।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, করোনা ভাইরাস প্রতিরোধে সেনাবাহিনী স্থানীয় প্রশাসনের সঙ্গে সোমবার (১৩ এপ্রিল) রাজধানীসহ দেশের ৬২টি জেলায় বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। সচেতনতায় লিফলেট বিতরণ, বাজারে বাজারে গিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করেন তারা।
অন্যদিকে নৌবাহিনীর সদস্যরা রাজধানী ছাড়াও খুলনা ও যশোরের বিভিন্ন এলাকায় ত্রাণ তৎপরতা চালায়। খুলনায় মানুষের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া হয় তাদের তত্ত্বাবধানে। তাদের উদ্যোগে রাজধানী, যশোর ও বরগুনায় জীবাণুনাশক ছিটানো এবং সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।