২১ আগস্টের নিহতদের স্মরণ করলো ক্রিকেটাররাও
২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহতম গ্রেনেড হামলার ১৫ বছর আজ। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ইতিহাসের অন্যতম ন্যাক্কারজনক এই হামলায় প্রাণ হারায় ২৪ জন মানুষ। আহত হন অসংখ্য মানুষ। সারা দেশের মতন এই দিনে নিহতদের স্মরণ করেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ইমার্জিং ক্রিকেট দলের সদস্যরাও।
সাভারের বিকেএসপিতে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুবরা বাহুতে কালো ব্যাজ জড়িয়ে নামেন ফিল্ডিংয়ে। এছাড়াও ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড় ও অফিসিয়ালরা এক মিনিট নীরবতা পালন করেন।
বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা সেদিন অল্পের জন্য ভয়াবহ হামলা থেকে বেঁচে গেলেও নিহত হন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আইভি রহমান।